কাপ্তাই থেকে চট্টগ্রাম আসার পথে ১০০ লিটার চোলাই মদ জব্দ

নম্বরবিহীন সিএনজি অটোরিকশা করে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই থেকে চট্টগ্রামে আসছিল চোলাই মদ। কিন্তু মদের চালানটি পথেই আটকে দেয় পুলিশ। হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় চোলাই মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১০০ লিটার চোলাই মদ।

সোমবার (৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে এ অভিযান পরিচালিত হয়েছে।

মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার গুরামিয়া হাজীর ঘাটা এলাকার গরীবের হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করে ১০০ চোলাই মদ জব্দ করা হয়। এসময় সিএনজিতে থাকা দুজন মদ পাচারকারি দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সিনজি অটোরিকশা চালক সহ আরো অজ্ঞাত ২জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী।

সিএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!