কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে পল্লী চিকিৎসক আহত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে রেমং প্রু মারমা (৪২) নামের এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত পল্লী চিকিৎসক উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রামের ছোথোয়াই প্রুর ছেলে। আহত চিকিৎসককে সোমবার রাতেই কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে (মিশন জাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ‘প্রতিদিনের মতো রাত ৯টার দিকে সে ফার্মেসি বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমথ্যে রাস্তার পাশের জঙ্গল থেকে বুনো হাতি বের হয়ে তাকে আক্রমণ করে। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। ততক্ষণে হাতিটি পালিয়ে যায়। এতে সে প্রাণে বাঁচলেই গুরুতর আহত হয়।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘সাম্প্রতি কাপ্তাইয়ে বুনো হাতির বিচরণের কারণে সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছেন। ইতোপূর্বে কয়েকজন আহতও হয়েছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!