কাঠগোলাপের সাদার মায়া (ছবির গ্যালারি)

গ্রীষ্মে কাঠগোলাপের নয়নাভিরাম উপস্থিতি ও মিষ্টি সৌরভ এক অপার্থিব সৌন্দর্য্য ছড়ায়। সাদায় মোড়া লালচে আভা—এ ফুলের পাপড়ি ঠিক যেন বিকেলের লাল রঙ কাঠগোলাপের একটি পবিত্র আবেদনও আছে। ফুলটিকে পূজায় ব্যবহার করা হয়।

কাঠগোলাগের গড়ন বিভিন্ন—সাদা, সাদা পাপড়িতে হলুদের ছাপ অথবা লালচে গোলাপি। কাঠগোলাপকে স্থানভেদে গোলকচাঁপা চালতা গোলাপ, গরুড়চাঁপা, গুলাচি, গোলাইচ নামে অভিহিত করা হয়। উদ্ভিদবিজ্ঞানে কাঠগোলাপের নাম ফ্র্যন্জিপেনি। এটি সপুষ্পক উদ্ভিদ ও প্লুমেরিয়া বর্গ ও অ্যপোসিনেসিআই পরিবারের অন্তর্ভুক্ত।

চট্টগ্রামের ওয়ারি সিমেট্রি থেকে ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম প্রতিদিনের আলোকচিত্রী কমল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!