‘কাট্টলী যুব শক্তি’র আত্মপ্রকাশ, কাজ করবে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে

এতিম বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিত বস্ত্র বিতরণের মাধ্যমে আত্মপ্রকাশ করলো নতুন সামাজিক সংগঠন ‘কাট্টলী যুব শক্তি’ সংগঠন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর উত্তর কাট্টলি, কর্নেল হাটে সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা ও যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয় এবং কাট্টলীতে বেকার সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।

কাট্টলি সংসদের সাধারন সম্পাদক আনন্দ আচার্য্যের পরিচালনায় এবং মহিউদ্দিন মননের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা, জহুর আহমেদ চৌধুরীর ভ্রাতুষ্পুত্র কাট্টলী সংসদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি। আলোচনা সভায় বক্তারা জানান, সংগঠনটি উত্তর কাট্টলীর বিভিন্ন স্কুল পড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল মামুন, মহিউদ্দিন মনন, মহানগর ছাত্রলীগের বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, যুবলীগ নেতা আরহান, যুবলীগ নেতা লিটন রাসেল, রয়েল, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হাসান চৌধুরী রাজু, সহ সভাপতি শাহরিয়ার নয়ন, সিনিয়র সহ সভাপতি রায়হান সাব্বির, ইরফাত ইমাম, মানিক, যুগ্নসাধারন সম্পাদক তুসার আহমেদ, দেলোয়ার, অসিত দেব রিদয়, আকবর শাহ থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক সামির আকাশ, মেহেদি হাসান অনিক, রাহাত ইমাম, রাকিব, রাফি, ইলহান, রায়হান, নাহিন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!