কাট্টলীতে ডাইং কারখানাকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

চট্টগ্রাম নগরীর কর্নেল হাটের উত্তর কাট্টলী এলাকার ডাইং কারখানা জিনডে ইলাস্টিক বিডি কোম্পানি লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ছেড়ে পরিবেশের ক্ষতি করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) শুনানিতে হাজিরার জন্য নোটিশ দেয়া হয় জিনডে ইলাস্টিক বিডি লিমিটেড কর্তৃপক্ষকে। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় শুনানি শেষে তাদের ৩ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। একইসাথে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।

এসআর/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!