কাজু বাদাম নিয়ে আয়ের স্বপ্ন নদ্রক ম্রোয়ের

কাজু বাদাম চাষ করলে বাৎসরিক আয় হয় লক্ষাধিক টাকা। থানচিতে অতিরিক্ত আয়ের উৎস হিসেবে কাজু বাদাম চাষ জনপ্রিয় হচ্ছে।
থানচির দিন্তে পাড়ার বাসিন্দা ষাটোর্ধ নদ্রক ম্রোয়ের স্বপ্ন এখন কাজু বাদাম নিয়েই।

নদ্রক ম্রো সাথে কথা বলে জানা যায়, প্রতিবছরের মত তিনি এবারেও ভালো লাভের আশায় কাজু বাদাম বীজ সংগ্রহে ব্যস্ত। বিগত বছরে তিনি পঁয়ত্রিশ মণ কাজু বাদাম বিক্রি করেছেন। তার আয় হয়েছিল প্রায় দেড় লক্ষাধিক টাকা। এ বছরে আরো ভালো দাম পাবেন বলে আশা করেছেন তিনি।
তিনি বলেন, মণ প্রতি এখন কাজু বাদামের বাজার দর হচ্ছে পাঁচ হাজার টাকা। এ বছরে তিনি ৪০-৫০ মণ এর মত কাজু বাদাম উৎপাদন করা সম্ভব।

কাজু বাদাম নিয়ে আয়ের স্বপ্ন নদ্রক ম্রোয়ের 1
থানচির কাজু বাদাম চাষী নদ্রক ম্রো

কৃষি অফিস থেকে কোন সহায়তা বা প্রশিক্ষণ পেয়েছেন কী না জানতে চাইলে নদ্রক ম্রো বললেন, প্রথমে আমাদেরকে প্রশিক্ষণ দিতো কিভাবে রোপন করবে কিন্তু এখন সেটার প্রয়োজন হয় না। তবে আমাদের উপজেলা থেকে কাজু বাদাম বাণিজ্যিকভাবে সারাদেশের চাহিদা পূরণ করা গেলে আরো লাভবান হবে সাধারণ চাষীরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, কাজু বাদাম বীজ সংগ্রহ নিয়ে উপজেলায় সব জায়গাতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দুর্গম সীমান্তে বড় মদক, রেমাক্রী, তিন্দু, থানচি সদর ও বলিপাড়াতে কিছু সংখ্যক স্থান ছাড়া প্রায় সব জায়খাতে এখন বীজ সংগ্রহে ব্যস্ত দিন কাটছে চাষীদের। কষ্ট থাকলেও আয় ভালো।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!