কাউন্সিলর প্রার্থীর নাম ভাঙিয়ে জালালাবাদে বেপরোয়া চাঁদাবাজি

চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে কুলগাঁও এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে দাবি করা চাঁদা না পেয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আমিনস ফার্মেসি নামের ওই দোকানের ক্যাশবক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ফার্মেসি মালিক।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে জামশেদ শাহ রোডের ওই ফার্মেসিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

জানা গেছে, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের ‘সমর্থক’ পরিচয় দিয়ে আমিনস ফার্মেসি নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন স্থানীয় ফখরুল আজম আকাশ। পরে তার নেতৃত্বেই আলী আসলাম, আসিফসহ ৭-৮ জনের একটি দল এই হামলা চালায়। তবে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি অস্বীকার করে আকাশ নামে কাউকে চেনেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রতিদিনকে।

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিযুক্ত আকাশকে।
কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিযুক্ত আকাশকে।

আমিনস ফার্মেসির মালিকের আত্মীয় রাজীব রায়হান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। প্রায়ই এলাকার দোকানপাট থেকে চাঁদা আদায় করে নিয়ে যায় তারা। আমাদের কাছেও তারা চাঁদা চেয়েছিল কিছুদিন আগে। আজ ছিল তাদের চাঁদা দেয়ার জন্য বেধে দেওয়া সময়ের শেষ দিন। আমরা চাঁদা না দেওয়ায় তারা অতর্কিত দোকানে হামলা চালায়। ব্যাপক ভাংচুর করে। এ সময় ক্যাশবক্স ভেঙ্গে তারা প্রায় ২ লাখ টাকার মত নিয়ে যায়।’

ফার্মেসির ক্যাশবক্সে দুই লাখ টাকা থাকার কারণ ব্যাখ্যা করে রায়হান বলেন, ‘বৃহস্পতিবার বছরের শেষ দিন ছিল। হিসাব ক্লোজিংয়ের ব্যাপার ছিল। বকেয়া টাকাও জমা পড়েছে। সবমিলিয়ে সেদিন অন্যান্য দিনের চেয়ে বেশি টাকা ছিল ক্যাশবক্সে।’

এই বিষয়ে বৃহস্পতিবারই রাত ২টার দিকে বায়েজিদ থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে জানিয়ে রায়হান বলেন, ‘পুলিশ অভিযোগ আকারে নিয়েছে বলেছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।’

অভিযোগ রয়েছে, চাঁদাবাজিতে জড়িত ফখরুল আজম আকাশ দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের অনুসারী। ওই কাউন্সিলর প্রার্থীর ‘সমর্থক’ পরিচয় দিয়েই এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেশ কিছুদিন ধরে ওই ফার্মেসিতে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আকাশ বায়েজিদ থানার দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও জামশেদশাহ রোডের আব্দুল নবীর বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী রাজীব রায়হান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আকাশ নিজেকে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের সমর্থক পরিচয় ফার্মেসিতে চাঁদা দাবি করে আসছেন। তিনি কখনও ২ লাখ, কখনও ১ লাখ টাকা আবার কখনও ৫০ হাজার টাকা দিতে চাপ দিয়ে আসছিলেন।’

এ বিষয়ে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি ফখরুল আজম আকাশ নামে কাউকে চিনি না। স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’

তবে আমিনস ফার্মেসির মালিকের ভাতিজা এমএইচএম রাসেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের সমর্থক বা অনুসারী নন ফখরুল আজম আকাশ। সে চাঁদাবাজ। ইব্রাহিম ভাই উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন। উনি কারও পক্ষে নন। এ ঘটনা যদি সামাজিকভাবে সমাধান করা না যায় তাহলে ইব্রাহিম ভাই বলেছেন আইনের আশ্রয় নিতে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!