কাঁচামাল ও সরকারি জিনিস খালাস করা যাবে

সরকারঘোষিত সাধারণ ছুটির সময় (৪ এপ্রিল পর্যন্ত) দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে শিল্পের কাঁচামাল ও সরকারি সংস্থার জিনিসপত্র খালাস করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩০ মার্চ) এনবিআর থেকে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

অবশ্য গত ২৪ মার্চ এনবিআরের আরেক নির্দেশনায় দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন জরুরি নিত্যপণ্য , চিকিৎসা সামগ্রী ও সেবাসামগ্রী খালাসের কথা বলেছিল এনবিআর। সোমবার এসব পণ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল ও সরকারি সংস্থার জিনিসপত্র অন্তর্ভুক্ত করা হলো।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!