কল্পলোকে নকশা বহির্ভূত ভবন ভাঙার নির্দেশ

নকশা না মেনে ভবন নির্মাণ করায় এক মাসের মধ্যে নকশা বহির্ভূত ওই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। পাশাপাশি ওই ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নগরীর বাকলিয়া থানার কল্পলোকের আবাসিকের বি-১১২ নম্বর প্লটের মালিক শাহেদা আকতারের বিরুদ্ধে নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক শাহেদা আকতারকে দুই লাখ টাকা জরিমানা করেন।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!