‘কলঙ্কিত ৭ নভেম্বরকে’ মুক্তিযোদ্ধা হত‍্যা দিবস ঘোষণার দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের

সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাইফুন্নাহার চৌধুরী খুশী, হাজী সেলিম রহমান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, আজম উদ্দিন মাহমুদ, পংকজ রায়, কামাল উদ্দিন, মোজাম্মেল হক মানিক, নবী হোসেন সালাউদ্দিন, শফিকুর রহমান, রাজীব চন্দ্র, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, ইসমে আজিম আসিফ, আশরাফুল ইসলাম খান, শহীদুল আলম লিটন, আনোয়ার হোসেন, শাহ আরাফাত খান, বাহার উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা পঁচাত্তরের সাত নভেম্বর তথাকথিত সিপাহী জনতার বিপ্লবের নামে সংগঠিত মুক্তিযোদ্ধা সেনা হত‍্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে জনসমক্ষে প্রকৃত ইতিহাস প্রকাশের দাবি জানিয়ে সাত নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে “মুক্তিযোদ্ধা সেনা হত‍্যা দিবস” পালনের আহবান জানান।

সভার শুরুতে শহীদ মেজর খালেদ মোশাররফ বীর উত্তমসহ সকল শহীদ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও নিরীহ বেসামরিক ব‍্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!