কলকাতা বিমানবন্দরে শুক্রবার থেকে সব ফ্লাইট বাতিল

শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে কলকাতা বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল।

ভুবনেশ্বরে আগেই ঘোষণা হয়েছিল। এবার কলকাতা বিমানবন্দর থেকেও বাতিল হচ্ছে সমস্ত ফ্লাইট। আগামীকাল শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে পরের দিন শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা বিমান বন্দর থেকে।

‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ফণীর জেরে ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকেই সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। তবে কবে ফের ফ্লাইট চালু করা সম্ভব হবে, তা এখনও ঠিক হয়নি। সৈকত শহর পুরীর উপকূলে শুক্রবার দুপুরের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা ঘুর্ণিঝড় ফণীর। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকেই পুরীর আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই কারণেই ভুবনেশ্বর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্য দিকে পশ্চিমবঙ্গে ফণী প্রবেশ করতে পারে শুক্রবার মধ্যরাতের পর বা শনিবার ভোর রাতের দিকে। কিন্তু পুরী-ভুবনেশ্বরের মতো একই ভাবে কলকাতাতেও ফণী আসার আগেই আবহাওয়ার অবনতি হতে পারে। সেই কারণেই কলকাতা থেকেও শুক্রবার রাত থেকে সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!