কর আইনজীবী সমন্বয় পরিষদের ইফতার সম্পন্ন

কর আইনজীবী সমন্বয় পরিষদের ইফতার সম্পন্ন 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কর আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে প্রস্তাবিত অর্থ আইন ২০১৭ (আয়কর) ও ইফতার মাহফিল সোমবার (১২জুন) বিকেলে নগরীর রীমা কনভেশন হলে পরিষদের সভাপতি আলহাজ্ব এড.এম.এ. বাশার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাবু সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, আলোচক হিসেবে আলোচনা বিশিষ্ট কর আইনজীবী এরাদত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. সিরাজুল ইসলাম, কফিল উদ্দীন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায়, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, কামাল উদ্দিন, অ্যাডভোকেট অশোক কুমার দাশ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস, আলহাজ্ব মোঃ ইদ্রিস, আলহাজ্ব মোঃ বদিউজ্জামান, আলহাজ্ব আব্দুল মালেক, অ্যাডভোকেট মোঃ ইলিয়াস, জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. বারী, আলহাজ্ব নুর হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসেই পবিত্র আল কোরআন নাযিল হয়েছিল।

বক্তারা আরো বলেন রমজান আমাদেরকে আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাসেই আমরা ধনী-গরিব বৈষম্য রোধে এবং দারিদ্র্যতা দূরীকরণের শিক্ষা পাই। যাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে আমরা আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণ নিশ্চিত করতে পারি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!