কর্মীবান্ধব নেতা ছিলেন তারেক সোলেমান

‘কর্মীবান্ধব নেতা ছিলেন তারেক সোলেমান সেলিম। সহজে মানুষকে আকর্ষণ করতে পারতেন। যে কারণে মাত্র ৩১ বছর বয়সে আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। হয়ে উঠেন ছাত্রনেতা থেকে জননেতা।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (২১ জানুয়ারি) আমরা ক’জন মুজিব সেনা নগর শাখার উদ্যোগে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং এ সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে দলের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেছেন তারেক সোলেমান। সবসময় তিনি দল, সংগঠন আর নেতা কর্মীদের নিয়ে ভাবতেন। মানুষকে বিশ্বাস করতেন এবং কর্মীদের ভালবাসতেন। ব্যক্তি তারেক সোলেমানের প্রস্থান হলেও তাঁর আদর্শের প্রস্থান হয়নি। তাঁর সেই আদর্শ নিয়ে সারা জীবন বেঁচে থাকবে তাঁর হাতে গড়া হাজার হাজার নেতা কর্মী এবং প্রতি বছর ১৮ জানুয়ারি শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করবে সাধারণ মানুষ।’

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য তারেক ইমতিয়াজ ইমতু, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি চৌধুরী জহির উদ্দিন মো. বাবর, সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য সালাউদ্দিন মিন্টু, হুমায়ুন কবির রুকন, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইকবাল মোর্শেদ, ইয়াসির আরাফাত, আব্বাস রানা, সোহেল আলম হিরু, মো. জুবায়ের, নুরুদ্দিন, সংগঠনের দক্ষিণ জেলা শাখার আহবায়ক ওয়াজ উদ্দিন আজাদ, সংগঠনের সহ-সভাপতি এডভোকেট সুব্রত শীল রাজু, সাবেক ছাত্রনেতা মঈনউদ্দিন সানি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রনেতা বাবর উদ্দিন সাগর, সম্পাদক মন্ডলীর সদস্য এ জে এম আবদুল মুকিত, ইসমে আসিফ, সাদ্দাম রহমান, আবদুর রহিম, জুনায়েত নুরী, কার্যকরী সদস্য শ্যামল দে, সৌমেন ঘোষ, ওয়াহিদুর রহমান প্রাইম, গিয়াস উদ্দিন আহমেদ জুনায়েদ, আরিফুর রহমান, সংগঠনের থানা প্রতিনিধি মঞ্জুর বাপ্পী, প্রান্ত দেওয়ানজী, বিজয় বড়–য়া, মুহিত অনিক, মো. ইমন, মো. বাপ্পী, ইমরান আহমেদ ইমন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!