কর্ণেলহাটে সচেতনতামূলক কর্মসূচি

লিও ক্লাব চট্টগ্রাম, ক্যাব আকবরশাহ ইউনিট ও আকবরশাহ থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের কর্ণেলহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার-পরিচন্নতা রাখাসহ রাস্তা পারাপারে পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার ও ফুটওভার ব্রিজ ব্যবহার এবং চালক, যাত্রী ও পথচারীদের সড়ক পরিবহন আইন-১৯ বিষয়ে প্রচারণা চালানো হয়।

কর্ণেলহাটে সচেতনতামূলক কর্মসূচি 1

এতে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, ক্যাবের সভাপতি ডা. মেজবাহ উদ্দিন তুহিনসহ লিও ক্লাব চট্টগ্রাম, ক্যাব আকবরশাহ ইউনিটের সদস্যবৃন্দ।

বক্তব্য রাখছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম

বক্তব্য রাখছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!