কর্ণফুলী নদীতে কয়লা উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১১ নম্বর ফাঁড়িতে কয়লা উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে মো. নুর নামের (৪৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুর কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার আমাত উল্লাহর ছেলে।

জানা যায়, রোববার দুপুরে কর্ণফুলী নদীতে ডুব দিয়ে কয়লা উত্তোলন করতে গেলে তিনি পানিতে তলিয়ে যান। পরে দুপুর ১টা ৩০মিনিটে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, মো. নুর কর্ণফুলী নদীর ১১ নম্বর ফাঁড়িতে ডুব দিয়ে কয়লা উত্তোলন করার সময় ডুবে যায়। পরে তার দেহ ভেসে উঠলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!