কর্ণফুলী গ্যাসের ঠিকাদারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ঠিকাদার, টেকনিশিয়ান ও দালালসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাইদ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।

অভিযুক্তরা হলেন কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ (৫৫), চট্টগ্রামের পটিয়ার মৃত আবু বকরের ছেলে ঠিকাদার মো. এরশাদ এবং বায়েজিদ বোস্তামীর মোহাম্মদনগরের মৌসুমি মায়ের কলোনির মৃত বাবু সরকারের ছেলে মো. বশির সরকার।

জানা যায়, কেজিডিসিএলের লোকমানের নামের এক গ্রাহকের গ্যাস লাইনের ত্রুটি সারাতে ঘুষ দাবি করেন মুছা খালেদ, এরশাদ ও বশির। পরে বাধ্য হয়ে তাদের ঘুষ দেন লোকমান। এ বিষয়ে অভিযোগ করলে যাচাই করে সত্যতা পায় দুদক।

অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে ঘুষ গ্রহণের অপরাধে ১৬১, ১০৯, ১২০ (বি), ৫১১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাইদ।

এএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!