কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা সম্পন্ন

‘আগামী প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১ আগস্ট) কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা সম্পন্ন হয়। আলোচনা সভায় সাংস্কৃতিক চর্চা, মাদক প্রতিরোধ ও খেলাধুলার প্রসারের বিষয়ে আলোচনা হয়।

উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার নিবার্হী কমিটির সভাপতি উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সহসভাপতি ও উপজেলার ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুরাদ, যুগ্ম সম্পাদক আনোয়ার সাদাত মোবারক, কোষাধ্যক্ষ মহিউদ্দিন, নিবার্হী সদস্য সাইফুদ্দিন মানিক, মো. শহিদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বালুল চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুসারাত নাজ, আদর্শ মুসা, এম এ রহিম, সালাউদ্দিন, মোমেনা আক্তার নয়ন ও মো. ফরিদ।

আলোচনা সভায় ইউএনও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপ কামনা করেন। আলোচনা সভায় উপজেলা ক্রীড়াসংস্থা সিজেকেএস এর অন্তর্ভূক্তি হওয়ায় খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন ইভেন্টের উপকমিটি ও তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!