কর্ণফুলীর ডকইয়ার্ডে জাহাজে আগুন

কর্ণফুলীর বিএফডিসি ডকইয়ার্ডে এফভি কাজল নামক একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা যায়, জাহাজটি মেরামতের সময় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে হঠাৎ আগুন লাগে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

প্রতক্ষ্যদর্শী মো. আলাউদ্দিন আহাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দূর থেকে ধোঁয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর দৌঁড়ে গিয়ে দেখি এফডিসি ডকইয়ার্ডে এফভি কাজল নামের একটি জাহাজে আগুন লাগে। চারদিকের মানুষ আতঙ্কে ছোটাছুটি করছিলো। ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকাল ১০টার দিকে ডকইয়ার্ডে এফভি কাজল নামক একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কর্ণফুলীর ডকইয়ার্ডে জাহাজে আগুন 1

আরও বলেন, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে আনা হয়েছিলো। শ্রমিকেরা জাহাজটির ওয়েল্ডিং করার সময় আগুন লাগে। ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। কাজ এখনো চলছে। কাজ শেষে জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

এনজে/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!