কর্ণফুলীতে ৭ মণ জাটকা ও ১ লাখ মিটার জালসহ ১৮ জেলে আটক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৭ মণ জাটকা ও মাছ ধরার বোটসহ ১ লাখ মিটার অবৈধ জাল আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এসময় জাটকা শিকারের অপরাধে ১৮ জন জেলেকেও আটক করে তারা।

রোববার (১২ জানুয়ারি) সকালে কর্ণফুলী নদীর ১ নং জেটি ঘাটের উত্তরে করণফুলী নদী থেকে এমভি শারমিন ১ নামের ওই মাছ ধরার বোটটিকে আটক করে সদরঘাট নৌ থানা পুলিশ।

এ সময় এমভি শারমিন-১ থেকে আনুমানিক ৫৬ হাজার টাকা মূল্যের ৭ মণ জাটকা ও ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুলিশ। বোটটিতে থাকা ১৮ জন জেলেকেও আটক করে তারা।

একটি সূত্রে জানা গেছে ভোলার মনপুরার ওই ১৮ জেলে চট্টগ্রাম ফিশারী ঘাটের বাবুল দাশের দাদনে মাছ ধরছিলেন।

কর্ণফুলীতে ৭ মণ জাটকা ও ১ লাখ মিটার জালসহ ১৮ জেলে আটক 1

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মণ জাটকাসহ ১৮ জন জেলেকে আটক করেছি আমরা।

‘পরে কর্ণফূলী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে। অবৈধ জালগুলোকে ব্রিজঘাটে আগুনে পুড়ে ফেলা হয়েছে। আর আটক জেলেদের প্রতিজনকে ২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে’- জানান নৌ পুলিশের ওসি মিজানুর রহমান।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!