কর্ণফুলীতে ২০ বাড়ির সাথে ১ ডকইয়ার্ডও লকডাউন

চট্টগ্রামে সোমবার নতুন করে আক্রান্ত ১১ জন করোনা রোগীর মধ্যে একজনের বাড়ি কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে। ওই রোগীর সংস্পর্শে আসায় প্রশাসন ২০টি বাড়ি ও জাহাজ তৈরির একটি ডকইয়ার্ড লকডাউন করে দিয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এসব লকডাউন করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রামে সোমবার আক্রান্ত হওয়া ১১ জনের মধ্যে মধ্যে ১ জনের বাড়ি কর্ণফুলী থানার চরপাথরঘাটার ইছানগর ডকইয়ার্ডের পাশে। তাই সেই আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা বাড়িসহ আশপাশের ২০ বাড়ি, ১টি অটোরিকশার গ্যারেজ ও ১টি ডকইয়ার্ড মঙ্গলবার ভোর ৪টার দিকে লকডাউন করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন বলেন, ‘দীর্ঘদিন ধরে কর্ণফুলী থানার আক্রান্ত ব্যক্তি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। ওনার শ্বাসকষ্ট বেড়ে গেলে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নমুনা পাঠানো হয়। সোমবার এই রিপোর্টের ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

জানা গেছে, নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে রোববার বিকেলে আক্রান্ত ওই ব্যক্তিকে রিলিজ দেওয়া হলে তিনি কর্ণফুলী থানা এলাকায় তার বাড়িতে চলে আসেন। সোমবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!