কর্ণফুলীতে বাসের মুখোমুখি সংঘর্ষে স্পটেই মারা গেল ২ যাত্রী, আহত ২২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২০ থেকে ২২ জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জারটেক সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টো দিক থেকে আসা বিআরটিসি’র বাস একটি লোকাল বাসকে সামনে থেকে ধাক্কা দেয়। শহর থেকে পটিয়াগামী বিআরটিসি’র বাসটি পটিয়ার দিকে যাচ্ছিল। আবার পটিয়া থেকে শহরে দিকে আসছিল লোকাল বাসটি। উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘বিআরটিসি’র বাসটি উল্টো দিকে গিয়ে লোকাল বাসকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। ২০ জন থেকে ২২ জন যাত্রী আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!