করোনা রোধে চকবাজারে কাউন্সিলর প্রার্থী দেলোয়ারের ব্যতিক্রমী উদ্যোগ

বাসাবাড়িতে পৌঁছে দিচ্ছে স্যানিটাইজার মাস্ক

করোনা রোধে প্রকাশ্যে স্বাস্থ্য সচেতনতাসামগ্রী বিতরণ না করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ। এছাড়া এলাকা পরিচ্ছন্ন রাখতে নিজ উদ্যোগে মাঠে একাধিক টিমও নামিয়েছেন তিনি।

নগরের চকবাজার ১৬নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই করোনা রোধে এ কার্যক্রম শুরু করেন দেলোয়ার।

সকাল থেকেই মুন্সিপুকুর পাড়, টুপিওয়ালাপাড়া, পূর্ব কাপসগোলা, উর্দুগলি, গোয়াছি বাগান, দেবপাহাড়সহ বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার ঘরে পৌঁছে দিয়েছে এসব স্বাস্থ্য সচেতনতামূলক সামগ্রী।

ঘরে ঘরে স্যানিটাইজার, সচেতনমুলক লিফলেট, ব্লিসিন পাউডার ও মাস্ক পাঠানোর ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এসব সামগ্রী বিতরণকালে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, করোনা ভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। এ ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে স্বাস্থ্য সচেতনতার নির্দেশনাসমূহ মেনে চলতে হবে। নিজেকে এই ভাইরাসমুক্ত রাখতে পারলেই পরিবার এবং সমাজকে করোনামুক্ত রাখা যাবে।

তিনি বলেন, আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন হতে হবে আমাদের।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!