করোনা প্রতিরোধে পটিয়া উপজেলা প্রশাসনের জীবাণুনাশক স্প্রে

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধে পটিয়ার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহনে জীবাণুনাশ স্প্রে ছিটিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পটিয়ার নানা জনগুরুত্বপূর্ণ স্থান, পাবলিক প্লেস ও গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। শুধু স্প্রে ছিটিয়ে এ সংক্রমণ দমন হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা যার যার স্থান থেকে সচেতন না হই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিদেশফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদ, রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, উপজেলা রেড ক্রিসেন্টের সমন্বয়ক নয়ন শর্মা, আনিসুর রহমান, এনামুল হক, জুবায়ের আহমেদ প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!