করোনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৬ জন, চারজনই মহানগরের

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরও ৬ জনের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হল আজ। এর মধ্যে ৪ জন চট্টগ্রাম মহানগর ও দুজন কক্সবাজারের বাসিন্দা বলে জানিয়েছে বিআইটিআইডি।

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নমুনা পরীক্ষার পর রোববার (২৯ মার্চ) আমরা আরও ৬টি পরীক্ষার ফলাফল ঢাকায় পাঠিয়েছি। আর নতুন করে আজ দুজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।’

এই ৬ জনের কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে কিনা সেই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি ডা. শাকিল আহমেদ।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২১ জনের করোনা ভাইরাস পরীক্ষা হলো। এর মধ্যে ১৫টি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে যাদের কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!