করোনা পরীক্ষায় আনোয়ারার ২ ব্যক্তির রিপোর্ট নেগেটিভ

চট্টগ্রামের আনোয়ারায় করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা নমুনা সংগ্রহকারী ২ জনের রিপোর্ট নেগেটিভ এসছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরের ফৌজদারহাটে করোনা ভাইরাসের বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি পাঠানো হলে সে রিপোর্ট আসে শনিবার রাতে।

বিষয়টি নিশ্চিত করেছেণ আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন।

করোনা ভাইরাস সনাক্ত করতে সরকার সারাদেশে প্রতি উপজেলায় ২ জন করে মোট ১ হাজার নমুনা সনাক্ত করে। তারই অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জনের নমুনা সংগ্রহ করে। এই নমুনা নগরীর ফৌজদারহাট অবস্থিত করোনা ভাইরাসের বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি এ পাঠানো হলে শনিবার রাতে এ ফলাফল আসে।

আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, যাদের নেগেটিভ এসেছে তাদের ভয়ের কোনো কারণ নেই। তবে থাকতে হবে সাবধানে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!