করোনা থেকে মুক্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো এখনও নিরাপদেই রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে। কোনো কোনো সংবাদমাধ্যমে রোহিঙ্গা শিবিরের একজন ‘করোনা ভাইরাসে আক্রান্ত’ বলে খবর প্রকাশিত হলেও প্রকৃতপক্ষে সেখানে এ ধরনের কোনো ঘটনার সত্যতা মেলেনি।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) মুখপাত্র সৈকত বিশ্বাস নিশ্চিত করেছেন, তাদের বরাত দিয়ে কোথাও কোথাও খবর প্রকাশিত হলেও প্রকৃতপক্ষে আইএসসিজি-এর কোনো রিপোর্টেই রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর কথা উল্লেখই করা হয়নি। এ ধরনের খবরগুলো গুজব ছাড়া আর কিছুই নয়।

প্রকৃতপক্ষে সরকারি সূত্রমতে কক্সবাজারে একটি করোনা আক্রান্ত রোগীর কথা ২৪ মার্চ জানা গিয়েছিল, যিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই রোগীর করোনা ভাইরাসের দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে বলে জানা গেছে। ওই রোগী কক্সবাজারের বাসিন্দা হলেও তিনি রোহিঙ্গা নন কিংবা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাও নন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মার্চ) রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ উদ্বেগ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমরা চিন্তিত। রোহিঙ্গা ক্যাম্প যেন ভালোভাবে সংরক্ষিত হয় সেটা দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনোরকম কিছু হয়ে যায়, তাহলে খুবই ক্ষতি হবে।’

রোহিঙ্গা ক্যাম্পে বহিরাগত কারও প্রবেশে কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্যাম্পে বাইরের কারও যাওয়ার দরকার নেই। আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই আছেন, তারা কাজ করছেন। আমাদের যারা আছেন তারাই সেবা দেবেন। বাইরের কেউ যেন সেখানে না যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!