করোনা ঠেকাতে চট্টগ্রামের ১৬ থানায় ‘জীবাণুনাশক টানেল’

করোনা ভাইরাস ঠেকাতে চট্টগ্রামের ১৬ থানার প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। সম্প্রতি এসব থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক। তিনি বলেন, করোনায় চট্টগ্রাম নগরে ব্যাপকহারে পুলিশ আক্রান্ত হচ্ছে। পুলিশ আক্রান্ত হলে সেবা দেওয়া ব্যাহত হবে। তাই জেলার সব থানায় জীবাণুনাশক টানেল স্থাপনের উদ্যোগ নিয়েছি।

জানা গেছে, চট্টগ্রামের যেসব থানায় টানেল স্থাপন করা হয়েছে এসব থানায় প্রবেশ করতেই অটোমেটিক জীবাণুমুক্ত হয়ে যাবে। এতে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা থাকবে না।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফটিকছড়ি থানার প্রবেশ পথে জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। টানেলটি ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হয়।

তিনি বলেন, সেবাদানকারী সংস্থা পুলিশ ও ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে করোনার সাথে যুদ্ধ করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। থানায় জীবাণুনাশক টানেল বসানোতে পুলিশ সদস্যদের আর করোনার ভয় থাকবে না। আমাদের এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!