করোনা ঠেকাতে অবরুদ্ধ রোহিঙ্গা ক্যাম্প, কোনো সংস্থারও ঢোকা মানা

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খাদ্য ও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম ছাড়া এনজিওগুলোর রোহিঙ্গা ক্যাম্পে তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার মো. মাহবুব আলম তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুধুমাত্র জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা কার্যক্রম চালু থাকবে। এর বাইরে কোন সংস্থা অন্য কোনো কার্যক্রম চালু রাখতে পারবে না। কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত এনজিও কর্মীদের ছুটি বাতিলের বিষয়ে ‘কক্সবাজারে মানবিক এনজিওগুলোর অমানবিক সিদ্ধান্ত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিন।

বিপি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!