করোনা উপসর্গ নিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু কক্সবাজারে

কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মাছ ব্যবসায়ী জয়নাল আবেদীন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ঈদের দিন সোমবার (২৫ মে) রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি প্রায় ১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। ওষুধেও তার জ্বর কমছিল না।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।

তিনি জানান, গত ২৩ মে জয়নাল কোম্পানি করোনার নমুনা জমা দেন। এখনও রিপোর্ট পাননি। আজ (২৬ মে) রিপোর্ট পাওয়ার কথা ছিল।

এদিকে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে একজন রোগী আনা হয়েছিল। তবে ওই রোগীকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। লাশ স্বজনরা নিয়ে গেছেন।

তবে মঙ্গলবার (২৬ মে) সকালে সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. মো. মহিউদ্দিন এ রকম কোনও বিষয় তিনি অবগত নন বলে জানান।

প্রসঙ্গত, জয়নাল আবেদীন (প্রকাশ জয়নাল কোম্পানি) দীর্ঘদিন মাছ ব্যবসা ও ফিশিং ট্রলার ব্যবসায় জড়িত থাকার পাশাপাশি পৌর আওয়ামী লীগ ২ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!