করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে প্রধান শিক্ষকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন (৬০)। সোমবার (৮ জুন) বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। তিনি বলেন, নাজিম উদ্দিন স্যার কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকাল থেকে অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে বিকাল সোয়া ৪টায় মৃত্যুবরণ করেন তিনি।

নাজিম স্যার শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে কাটিয়েছেন। সর্বশেষ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান তিনি।

এদিকে করোনা উপসর্গ থাকায় শিক্ষক নাজিম উদ্দিনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!