করোনা ইউনিটের কর্মচারীর মৃত্যু হলো জেনারেল হাসপাতালের আইসিইউতে

এবার করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারী। সোমবার (১ জুন) হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে মারা যাওয়া হাসিনা বেগম (৬০) নামের ওই নারী জেনারেল হাসপাতালের ফ্লু কর্নারে কাজ করতেন বলে জানা গেছে।

হাসিনা বেগমের মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

তিনি জানিয়েছেন, হাসিনা বেগম আগে থেকে এজমায় ভুগছিলেন। গতকাল করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে- হাসপাতালটির ক্লিনার হিসেবে চাকরি করতেন হাসিনা বেগম ৷ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন ৷

এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!