করোনা আক্রান্ত সিএমপির ডিসি মিজানের অবস্থা সংকটাপন্ন

করোনায় আক্রান্ত চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমানের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন সিএমপির এই কর্মকর্তা।

করোনা মহামারির পর থেকেই নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে তিনি দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, ত্রাণ বিতরণসহ আরও বিভিন্ন ক্ষেত্রে ডিসি মিজান সরাসরি মাঠপর্যায়ে থেকে তদারকি করেছেন।

সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গত ২৩ জুন মিজান স্যারের শরীরে করোনা ধরা পড়ে।এরপর উন্নত চিকিৎসার জন্য স্যারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক সুস্থতা কামনায় সিএমপি কমিশনার স্যার নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!