করোনা আক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রামের ছেলে

দেশে করোনা মহামারীর হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত হওয়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের সন্তান। ৩০ তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

তিনি বর্তমানে নারায়গঞ্জ র‌্যাব-১১ এর অফিসার্স মেসে আইসোলেশনে রয়েছেন।

আক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রায় আড়াই বছর আমি নারায়ণগঞ্জে র‌্যাব-১১ তে কর্মরত আছি। নারায়গঞ্জে শিল্পাঞ্চল থাকায় র‌্যাব সদস্যরা প্রতিনিয়ত কোয়ারেন্টাইন নিশ্চিতসহ সরকারের নির্দেশনা বাস্তবায়নে তৎপর ছিল। এ কার্যক্রম বাস্তবায়ন করতে আমাদের টিমের বেশ কয়েকজনের করোনা পজিটিভ আসে। এ সময় আমারও সন্দেহ হয়। কারণ আমিও দায়িত্বপালন করতে গিয়ে তাদের সংস্পর্শে এসেছিলাম। গত ২৩ এপ্রিল আমরা কয়েকজন মিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। এরপর ২৭ এপ্রিল রিপোর্ট হাতে এলে দেখা গেল আমিসহ আমার চার সহকর্মীর করোনা পজিটিভ।’

তিনি আরও বলেন, ‘ডাক্তারের পরামর্শে আমরা নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর অফিসার্স মেসে আইসোলেশনে আছি। হাসাপাতালে ভর্তি হওয়ার মত শরীর খারাপ হয়নি। ডাক্তারদের দেওয়া নির্দেশনা মেনে চলছি। তাছাড়া করোনার যে উপসর্গগুলো থাকার কথা সেগুলো অনেকটা নেই। হালকা জ্বর জ্বর ভাব লাগে আর সামান্য একটু শ্বাসকষ্ট আছে। যখন আমি গরম পানি এবং ওষুধ খাই তখন শ্বাসকষ্ট কেটে যায়।’

এনজে/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!