করোনা আক্রান্তে ৩ লাখের মাইলফলকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় অর্ধশতাধিক মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম আক্রান্তের ১৭১ দিনের মাথায় (২৬ আগস্ট) এসে করোনায় আক্রান্তের সংখ্যা অতিক্রম করলো তিন লাখের মাইলফলক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। একই সময়ে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৮২। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।

২৪ ঘণ্টায় মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্বে ৩ জন, চল্লিশোর্ধ্ব ৮, পঞ্চাশোর্ধ্ব ১৪, ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৪, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

এ পর্যন্ত করোনায় মোট মৃত ৪ হাজার ৮২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ২০৮ (৭৮ দশমিক ৫৯ শতাংশ) জন এবং নারী ৮৭৪ জন (২১ দশমিক ৪১ শতাংশ)।

অন্যদিকে, সিভিল সার্জনের দেয়া তথ্যমতে, চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৬ হাজার ৬৮৮ জন। যাদের মধ্যে নগরের ১১ হাজার ৮৪৬ জন এবং উপজেলার চার হাজার ৮৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার জন এবং মারা গেছেন ২৬৫ জন, যাদের মধ্যে নগরের ১৮৪ জন ও উপজেলার রয়েছে ৮১ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!