করোনায় ৪৬ বাংলাদেশির মৃত্যু সৌদিতে, ১৯ জনই চট্টগ্রামের (পূর্ণ তালিকা)

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে ৪৬ জনই প্রবাসী বাংলাদেশি। আবার এদের মধ্যে ১৭ জনই চট্টগ্রামের লোক, দুজন কক্সবাজারের। সৌদি আরবে করোনাভাইরাসে যাদের মৃত্যু ঘটছে, তাদের প্রায় ৩০ ভাগই বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে চট্টগ্রামের বাসিন্দা যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে—

মক্কায় যারা মারা গেলেন—
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা শহরে চট্টগ্রামের যারা মৃত্যুবরণ করেছেন, তারা হলেন—
সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়ার মোহাম্মদ জসিম, চন্দনাইশের মধ্য হাশিমপুর গ্রামের মোহাম্মদ জমির উদ্দিন, লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদের শান্তিপুর পাড়ার মোরশেদুল আলম, লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের রেজাউল হক, সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাঙ্গিয়া গ্রামের ফরিদুল আলম এবং লোহাগাড়া উপজেলার আধুনগর সরিমান পাড়ার মজিবুর রহমান। এছাড়া রয়েছেন কক্সবাজারের দুজন— হ্নীলার পানখালী গ্রামের নিছার আহমেদ এবং রামুর নোয়াপাড়া গ্রামের হাফেজ রুহুল আমিন।

মদিনায় যারা মারা গেলেন—
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনা শহরে চট্টগ্রামের যারা মৃত্যুবরণ করেছেন, তারা হলেন—
লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার চোখফেরানো দুল্লভের পাড়ার মোহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলার ছদাহা আজিমপুর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মোহাম্মদ নাসির, বাঁশখালী উপজেলার পালেগ্রামের মো. রহিম উল্লাহ, হাটহাজারী উপজেলার দুয়ারা গ্রামের মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম নগরীর হালিশহরের এমএইচএম ওবায়দুর রহমান চৌধুরী, চন্দনাইশের রাশেদ আলম, রাউজান উপজেলার কোতোয়ালী ঘোনা গ্রামের কাশেম ফকির বাড়ির আহমদ হোসাইন, সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মোহাম্মদ ইসলাম এবং বাঁশখালী উপজেলার শীলকুপ গ্রামের রেজাউল হক।

অন্যদিকে জেদ্দা শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের আবদুল আজিজের।

করোনায় ৪৬ বাংলাদেশির মৃত্যু সৌদিতে, ১৯ জনই চট্টগ্রামের (পূর্ণ তালিকা) 1

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!