করোনায় ১৫০ ছাড়ালো মৃতের সংখ্যা, আক্রান্ত প্রায় ৬ হাজার

নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো শিশুসহ আরও ৭ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯৭ জন।

বাংলাদেশে করোনা শনাক্তের ৫১তম দিনে মোট মৃত্যুর সংখ্যা ১৫২। আক্রান্তের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ মোট ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এদিকে, মারা যাওয়া নতুন ৭ জনের ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা। তাদের মধ্যে পাঁচজন ষাটোর্ধ, একজনের বয়স ৪০ থেকে ৫১ এর ভেতর এবং অপরজন ১০ বছরের কম বয়সী এক শিশু। মারা যাওয়া সাতজনের পাঁচজনই ঢাকার ভেতর এবং বাকি দুইজন ঢাকার বাইরের।

তাদের মধ্যে একজন সিলেট এবং আরেকজন রাজশাহী বিভাগের শনাক্ত হওয়া রোগী।

এছাড়া সারাদেশ থেকে সংগ্রহ করা হয় ৪ হাজার ১৯২ টি নমুনা। যা সংগৃহীত নমুনার চেয়ে ১৩.৯১ শতাংশ বেশি এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২ টি নমুনা। যা মোট পরীক্ষার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

এ পর্যন্ত সংগ্রহ করা নমুনার পরীক্ষা ৫০ হাজার ছাড়িয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজার ৪০১ টি।

এদিকে, চট্টগ্রামের বিআইটিআইডি’র ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনায় করোনা শনাক্ত হয় ১০ জনের। তাদের মধ্যে ৬ জন সাতকানিয়ার বাসিন্দা, ১ জন দামপাড়া এলাকার এবং উপর ৩ জন চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরের বাসিন্দা।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!