করোনায় হাসপাতালে ১২ জনের পাশাপাশি বাসায় মারা গেলেন ৪ জন

২৪ ঘণ্টায় রেকর্ড ১৬১৭ জন শনাক্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩৮৬ জন। এছাড়া একই সময়ে আরও ১,৬১৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৬,৭৩৮।

বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩ হাজার ৮৫২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২০৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানান তিনি। করোনায় মৃত্যু বিশ্লেষণে তিনি জানান, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন।

এছাড়া তিনি জানান, করোনায় হাসপাতালে ১২ জন ও বাসায় চারজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই ছুঁই। ৯৭৭ জন আক্রান্তের পাশাপাশি ১২০ জন সুস্থ হলেও মারা গেছেন ৪১ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!