করোনায় হাজার ছুঁই ছুঁই মৃত্যু চট্টগ্রামে, ঢাকা বিভাগে দুই হাজারেরও অধিক

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন যোগ হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৬৩৪ জনে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই হাজার ছুঁই ছুঁই—৯৮৪ জন। ঢাকায় যা দুই হাজার ২৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় তিনজন, সিলেটে একজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে মৃতের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৩৯ জন, যা শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৪ জন, ২১ দশমিক ২৩ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১১ জন, ছয় দশমিক ৭১ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৯৩ জন, আট দশমিক ৪৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৭৮ জন, তিন দশমিক ৮৪ শতাংশ। সিলেট বিভাগে মারা গেছেন ২০৯ জন, শতকরা হিসাবে ৪ দশমিক ৫১ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ২২০ জন, ৪ দশমিক ৭৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছেন ১০০ জন, যা শতকরা হিসাবে দুই দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!