করোনায় সৌদি আরবে মারা গেলেন পটিয়ার লোক

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার ওমর ফারুক (৩৯) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওমর ফারুক ভান্ডারগাঁও গ্রামের মৃত ইছহাকের ছেলে। তিনি ২ সন্তানের জনক।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন তার প্রবাসী বাংলাদেশি বন্ধু নুরুল আজাদ জসিম।

জানা যায়, গত ২৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে সৌদিআরবের জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হন ওমর ফারুক। সেখানে ১৮ দিন ধরে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওমর ফারুক ১৫ বছর ধরে প্রবাসে রয়েছেন। তিনি সৌদি আরবের জেদ্দা নগরে নিজের ব্যবসা পরিচালনা করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে বলে জানা গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!