রোহিঙ্গা ক্যাম্পে করোনা ঝুঁকি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ উদ্বেগ জানান।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (৩১ মার্চ) দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনের সার্বিক পরিস্থিতি জানতে দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমরা চিন্তিত। রোহিঙ্গা ক্যাম্প যেন ভালোভাবে সংরক্ষিত হয় সেটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনোরকম কিছু হয়ে যায়, তাহলে খুবই ক্ষতি হবে।’

রোহিঙ্গা ক্যাম্পে বহিরাগত কারও প্রবেশে কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্যাম্পে বাইরের কারও যাওয়ার দরকার নেই। আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই আছেন, তারা কাজ করছেন। আমাদের যারা আছেন তারাই সেবা দেবেন। বাইরের কেউ যেন সেখানে না যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা সম্পর্কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ব্যাখ্যা দিতে গেলে প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দেন। তিনি বলেন, ‘যারা এগুলো করার করবে। আমি ওদের কথায় পাত্তা দিই না, দেবো না। এগুলো এখানে কোনও পুনরাবৃত্তির দরকার নেই। আমাদের দেশে কিছু লোক আছে, যেকোনও ঘটনা হোক, ঢোল নিয়ে নেমে পড়ে। নিজেদের কথার ফুলঝুরি ঝরায়ে নিজেরা কিছুই পারে না, করে না। তারা কে কী বললো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা মানুষের জন্য কাজ করি। আপনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে সচেতন করার জন্য যেটা করার তা করেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!