করোনায় মারা গেলেন সাতকানিয়ার ব্যবসায়ী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী নেজাম উদ্দিন (৩৫)। সোমবার (১ জুন) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নেজাম উদ্দীন সাতকানিয়ার ঢেমশা চরপাড়ার মন্টু মিয়ার ছেলে এবং আমিরাবাদে ডাটা বাজার নামে তার একটি দোকান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে গত ২৪ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন নেজাম উদ্দিন। এর তিনদিন পর তার নমুনা পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, নেজামকে ঈদের দিন চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহের পর ২৭ মে তার করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫ টায় মারা যান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!