করোনায় মারা গেলেন সমাজকর্মী হাসিনা কবীর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সমাজসেবক হাসিনা কবীর (৭৫)। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে গত ১৭ ডিসেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন হাসিনা কবীর। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

জানা গেছে, হাসিনা কবীর চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ শহীদ মির্জা লেইনের কবীর ম্যানশনে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

হাসিনা কবিরের বড় ছেলে মো. আলমগীর কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনার উপসর্গ দেখা দিলে মাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করি। অক্সিজেন লেভেল কমতে থাকায় তাকে আইসিইউতে নেন ডাক্তাররা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু করোনায় মায়ের মৃত্যু হয়েছে তাই চট্টগ্রাম নগরে কোনো জানাজার ব্যবস্থা করা হয়নি। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় গ্রামের বাড়ি ফটিকছড়ির কাঞ্চনপুরে মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!