করোনায় মারা গেলেন রেলওয়ে ট্রেনিং একাডেমির সিনিয়র শিক্ষক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রেলওয়ে ট্রেনিং একাডেমির সিনিয়র শিক্ষক দেবতোষ বড়ুয়া। দেবতোষ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৭ বছর বয়সী এই শিক্ষক।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে রেলওয়ের ট্রেনিং একাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার আবুল কাশেম বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান দেবতোষ বড়ুয়া। এরআগে গত ১১ জুলাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। ১৩ জুলাই রিপোর্ট পজিটিভ আসলে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, দেবতোষ বড়ুয়ার বাড়ি চন্দনাইশ হলেও তাকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বৌদ্ধবিহারে সমাহিত করা হবে। তিনি নগরের ঝাউতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। পরবর্তীতে প্রেষণে হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং একাডেমিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতেন।

এছাড়া দেবতোষ বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ছিলেন।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!