করোনায় মারা গেলেন পটিয়ার বীমা কর্মকর্তা

চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজী সারোয়ার আলম টুকু (৫৫) নামের এক বীমা কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির গাজী আমিনুর রহমানের ছেলে এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ দিন ধরে তার জ্বর-কাশি ছিল। ঈদের পরদিন তার অবস্থা খারাপ হলে তাকে ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর দুইদিন পর সারোয়ার আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। পরে বিকাল ৪টায় পটিয়ার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

জানা গেছে, সারোয়ার আলমের কাপন-দাফন ও জানাজায় নিয়োজিত ছিলেন আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!