করোনায় মারা গেলেন চবির সাবেক অধ্যাপক ড. মুক্তাদির

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ন ম আবদুল মুক্তাদির।

শুক্রবার (১২ মার্চ) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মসজিদের পাশের কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন অধ্যাপক মুক্তাদিরের ভাগিনা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।

তিনি বলেন, আমার মামা গত দশদিন ধরে করোনা আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে যান।

অধ্যাপক ড. আ ন ম আবদুল মুক্তাদির বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার আগ পর্যন্ত সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

এমআইটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!