করোনায় মারা গেলেন অ্যাডভোকেট নাসির চৌধুরী

করোনায় মারা গেলেন চট্টগ্রামের আরেক আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিহ্যাব চট্টগ্রামের ডিরেক্টর রেজাউল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সদালাপী অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী রমজান মাসে করোনা আক্রান্ত হন। ১ জুন তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান।

অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ কবির গ্রুপের (কেএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের নিকট আত্মীয়। তিনি জুবলি রোড মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি। একাধিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ছাড়াও বিভিন্ন সমাজসেবামুলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। একমাত্র মেয়ে কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের পুত্রবধু। বৃহস্পতিবার আছরের নামাজের পর হাটহাজারী মদুনাঘাট এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!