করোনায় চট্টগ্রামে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু, আক্রান্ত আরও

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে করোনার হানা

চট্টগ্রামে করোনা রোগীদের ৯৪ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত— গবেষকদের বরাতে এমন খবর যেদিন এল, সেদিনই চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হল। তার ৬ দিন আগেও একই জায়গায় কর্মরত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু ঘটে করোনায়।

এদের সকলেরই কর্মস্থল চট্টগ্রামের মিরসরাই উপকূলীয় এলাকায় অবস্থিত দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’। এর পাশাপাশি সেখানে কর্মরত আরও কয়েকজন ভারতীয় নাগরিকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলার মোট ৩০ হাজার একর জমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর স্থাপন করা হচ্ছে। এ শিল্পাঞ্চল শুধু বাংলাদেশ নয় বরং উপমহাদেশের সবচেয়ে বড় শিল্পনগরী।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার জিটুজি সমঝোতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গড়ে তোলা হচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। ভারত সরকারের অংশীদার হিসেবে আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড এসইজেডস অঞ্চলটি উন্নয়নের কাজ করছে। করোনায় মারা যাওয়া ও আক্রান্তদের সকলেই আদানি গ্রুপের প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন। তারা মূলত সাগর থেকে বালি উত্তোলনকাজে নিয়োজিত কর্মী।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৪৫) নামের একজন ভারতীয় নাগরিক মারা যান। বর্তমানে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আবুল হোসেনের পাসপোর্ট নম্বর ২৭৭৪১৪৫। গত ২৩ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে ডেল্টা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে আরও একজন ভারতীয় নাগরিক মারা যান। তিনিও মিরসরাইয়ে আদানি গ্রুপের অধীনে কাজ করছিলেন।

সূত্র জানিয়েছে, মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে করোনাভাইরাসের প্রকোপ বেশ ছড়িয়েছে। সেখানে কর্মরত আরও কয়েকজন ভারতীয় নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে।

মৃত্যুর কথা নিশ্চিত করে ডেল্টা হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মো.আবুল হোসেন নামের একজন ভারতীয় নাগরিক মারা গেছেন। বর্তমানে লাশটি চমেক হাসপাতালের মর্গে রয়েছে।’

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে রোববার (৮ আগস্ট) একজন ভারতীয় মারা গেছেন বলে শুনেছি। তবে তিনি করোনা উপসর্গ নিয়ে, নাকি করোনায় মারা গেছেন— এ বিষয়ে নিশ্চিত নই। কয়েকদিন আগেও একই এলাকায় আরও একজন ভারতীয় নাগরিক করোনায় মারা গেছেন বলে শুনেছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!