করোনায় একি শোডাউন আওয়ামী লীগ নেতার!

পটিয়াসহ চট্টগ্রামজুড়ে যখন করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, এমনকি ঈদের সময়েও রীতিমতো ঘরবন্দি মানুষ— ঠিক সেই সময়ে ইউপি নির্বাচনকে সামনে রেখে পটিয়া উপজেলার এক আওয়ামী লীগ নেতা করলেন শত লোকের জমায়েতে নির্বাচনী শোডাউন। এমন ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে বিস্ময়ের।

জানা যায়, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন এমনিতেই এলাকায় বিভিন্ন কারণে বিতর্কিত।

এলাকাবাসী বলছেন, নিজের অবস্থান জানান দিতেই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিকে তোয়াক্কা না করে ঈদের পর দিন পটিয়ার আশিয়া এলাকায় শোডাউন করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে শোডাউন করার পর এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এলাকার লোকজনের অভিযোগ, করোনার সময়ে শত লোকের জমায়েতের কারণে পুরো এলাকার মানুষ বিপদে পড়ে যেতে পারে। তার মত একজন রাজনীতিবিদ নির্বাচনকে সামনে রেখে এমন দুর্যোগের সময়ে কিভাবে শোডাউন করতে পারলেন— এমন প্রশ্ন এলাকাবাসীর মুখে মুখে। তারা বলছেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষকে সচেতন করাই ছিল তার নৈতিক দায়িত্ব।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!