করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়ালো

মারা গেলেন আরও ১৫ জন

সারাদেশে দিন দিন করোনাভাইরাস মহামারী রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুনভাবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে। একইসাথে আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই প্রাণঘাতি ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে ২৯৮ জন মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৮৮২ জন।

গত বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭,৩৯২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,০৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১৮,৮৬৩ জন। এ ছাড়া গতকাল আরও ১৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২৮৩ জন।

অন্যদিকে, চট্টগ্রামে বৃহস্পতিবার (১৪ মে) ৪টি ল্যাবে ৪২৪ টি নমুনা পরীক্ষা করে মোট ৭৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।এরমধ্যে দুইজন ডাক্তার ও একজন সাংবাদিকসহ ৬১ জনই চট্টগ্রাম জেলার। তারমধ্যে ৫১ জন নগরের ও ১০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। বাকি ১৫ জন ভিন্ন জেলার।

ফলে চট্টগ্রামে এ পর্যন্ত (১৪ মে) পর্যন্ত মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৭৩ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪০৪ জন। আর উপজেলাতে রোগীটির সংক্রমণের সংখ্যা ১৬৯ জন। ভাইরাসটির সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু ২৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!