করোনায় আক্রান্ত হলেন মাহাবুব-উল আলম হানিফও

গত ৭ ও ৯ নভেম্বর দুদিন মিলে ১৩ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর এবার করোনার শিকার হলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংসদ মাহাবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব তারিক উল আলম টুটুল।

টুটুল জানান, ‌’স্যারের (মাহবুব-উল আলম হানিফ) জ্বরসহ আরও কিছু উপসর্গ থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা পরীক্ষার জন্য দেন। তাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তবে শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন।’

দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহিদুজ্জামান সরকার। গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১ মে তাকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। গত ১৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর গত ৭ নভেম্বর তিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!